Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের ১০ দিন পর

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়ায় অপহৃত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে তালবাড়িয়া পুরাতন বালুর ঘাটের বালুর স্তুপের নীচ থেকে অপহৃত জাহাবুল নামের ওই কিশোরের লাশ উদ্ধার করে। গত ১০দিন আগে তাকে স্টায়ারিং গাড়ির ভাড়া মারার জন্য তার নিকটতম লোকজন ডেকে নিয়ে যায়। জাহাবুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউপি›র শাকদহচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। জানা যায়, গত মঙ্গলবার সকালে জাহাবুল(২০) তার বাড়ি থেকে বের হয়। স্টারিং গাড়ি নিয়ে তার কর্মরত ভাদালিয়ার একটি ভাটার উদ্দেশ্যে বের হয়। কিন্তু পধিমধ্যে তাকে বালির ভাড়া টানার জন্য তালবাড়িয়া ঘাটে নিয়ে যায়। জাহাবুলের পরিবার জানায়, মিরপুর উপজেলার তালবাড়িয়ার ফরমানের পুত্র শামসুল বালুর ভাড়া নিতে সেখানে ডাকে। সে তার ডাকে সেখানে পৌঁছানোর পর বাড়িতে ফোন দিয়ে ঘাটে পৌছানোর বিষয়টি নিশ্চিত করে।

তার এলাকার বালুর ট্রলি চালকদের সাথেও তিনি কথা বলেন বলে জানান। তারপর থেকে জাহাবুলের আর কোন সন্ধান পাওয়া তার পরিবার। এরপর থেকে জাহাবুলের পরিবার বিভিন্ন খোঁজাখুজি করেও তার কোন সন্ধান না পেয়ে প্রশাসনকে অবহিত করেন। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ-উদ্ধার

২৬ ফেব্রুয়ারি, ২০২১
৮ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ