Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম বিভাগ দাবায় শাহানূর স্মৃতি সংসদ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ৭:৩৫ পিএম

মুজিববর্ষ মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে প্রথম বিভাগে উঠেছে শাহানূর খান স্মৃতি সংসদ ও স্পোর্টস বাংলা। শাহানূর খান স্মৃতি সংসদ ৯ খেলায় ১৬ পয়েন্ট পেয়ে শিরোপা জিতে নেয়। আর সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় স্পোর্টস বাংলা।

এবারের দ্বিতীয় বিভাগ দাবা লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য প্রথম বিভাগ লিগে অংশগ্রহণের সুযোগ পাবে। শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে লিগের পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এসময় উপস্থিত থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেডারেশনের সহ-সভাপতি কে.এম শহীদউল্যা। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফির সঙ্গে দেয়া হবে ২৫ ও ১৫ হাজার টাকা অর্থ পুরস্কার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবা

৯ জানুয়ারি, ২০২৩
১২ অক্টোবর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ