Inqilab Logo

শনিবার , ৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৩ যিলক্বদ ১৪৪৪ হিজরী

আইফোন ব্যবহারকারীদের সতর্কবার্তা দিল অ্যাপল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ২:০৩ পিএম

আইফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা জারি করেছে অ্যাপল। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে যে, তারা যেন তাদের আইফোন অন্তত ৬ ইঞ্চির বেশি দূরত্বে রাখে এবং ওয়্যারলেস চার্জিংয়ের সময় ন্যূনতম এক ফিট দূরত্বে রাখে।

শনিবার প্রতিষ্ঠানটির হালনাগাদ করা নথিতে, আইফোন ১২ এবং ম্যাগসেফ অ্যাকসেসরিজ’কে ‘পেসমেকার, ডিফিব্রিলেটর এবং অন্যান্য এরকম সংযুক্তি’ থেকে দূরে রাখতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, বেতার তরঙ্গ বা চৌম্বকীয় ক্ষেত্রে এসব প্রভাব প্রভাব রাখতে পারে।

অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, স্মার্টফোন মেডিক্যাল ডিভাইসে 'বিপত্তি' ঘটাতে পারে, যার মধ্যে পেসমেকারও আছে। আপনার শরীরে যদি পেসমেকার থাকে, তাহলে আইফোন ১২ দূরে রাখুন।

সূত্রঃ সিএনএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইফোন

২৮ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ