Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইফোন সেভেনে ডুয়াল লেন্স

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৯ পিএম, ১৬ মে, ২০১৬

আইফোন সেভেন প্লাস নিয়ে দীর্ঘদিনের নানা গুজব-গুঞ্জনের ধারাবাহিকতায় সম্প্রতি ফাঁস হওয়া কিছু ছবিতে এতে ডুয়াল লেন্স ক্যামেরা দেখা গেছে। যেসব ব্যবহারকারী তাদের আইফোনকে ক্যামেরা হিসেবে ব্যবহারে আগ্রহী, তাদের জন্য এ খবর যেনো অনেকটা আশীর্বাদের বার্তা হয়েই এলো। ইন্ডিপেন্ডেন্ট জানায়, এই লেন্সের সাহায্যে সিঙ্গল ক্যামেরার চেয়ে অনেক বেশি স্পষ্ট ও পরিষ্কার ছবি তুলতে সক্ষম হবেন তারা। ‘নির্ভরযোগ্য’ অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও-এর মতে, আইফোন সেভেন প্লাসের বড় আকারের সংস্করণেই এই ক্যামেরা ফিচারটি সীমাবদ্ধ থাকবে এবং এর কোনো সিঙ্গল ক্যামেরা সংস্করণ থাকবে না। এ ছাড়াও এ লেন্সের সাহায্যে তোলা অনেক বেশি ডিটেইলড ছবিগুলো প্রক্রিয়াজাত করতে এতে ৩জিবি র‌্যাম থাকবে। তবে সমস্যা রয়ে গেছে একটাই, ফোনের পেছনের সেই উঁচু অংশ। ফাঁস হওয়া এসব ছবি যদি সত্য হয়ে থাকে, তবে আইফোন সেভেন প্লাস-এর পেছনে পাশাপাশি দুটো লেন্স লাগানো থাকবে, যার ফলে এর পেছনের উঁচু অংশ আইফোন সিক্স-এর তুলনায়ও বেশি চওড়া হবে। ব্যবহারকারীদের অনেকেই এ উঁচু অংশকে কুৎসিত এবং এর কারণে ফোনটি সমতল পৃষ্ঠেও নড়বড়ে আচরণ করে - এমন অভিযোগ তুলেছেন। অ্যাপল আপাতত এসব অভিযোগ আমলে না নিয়ে ক্যামেরার উঁচু অংশ সহই মার্চে আইপ্যাড প্রো বাজারে ছেড়েছে। তবে ডিভাইসটির পরিচিতিমূলক ভিডিওগুলোতে এরপরও একে সুস্থিরই দেখা গেছে বলে জানায় ইন্ডিপেন্ডেন্ট। ডুয়াল লেন্স ক্যামেরা ছাড়াও বাজারে আইফোন সেভেন নিয়ে আরও কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। এতে আইপ্যাড প্রো এর মতোই স্মার্ট কানেক্টর ব্যবহার করে হেডফোন জ্যাক উঠিয়ে নেওয়া হতে পারে বলে ইন্ডিপেন্ডেন্ট সূত্রে জানা গেছে।

স জাকির হোসেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইফোন সেভেনে ডুয়াল লেন্স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ