Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবর্তন আসছে আইফোন আনলকে

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

প্রেস হোম টু ওপেন বাটন প্রবর্তনের মাধ্যমে স্লাইড টু আনলক বাটন বিলুপ্ত করা হয়েছে। সেক্ষেত্রে হোম বাটন প্রেস করে আপনাকে পাসকোড দিতে হবে। এই মৌসুমে আইওএস ১০ আপডেট করার পর আইফোনের চিরায়ত স্লাইড টু আনলক বাটনের অনুপস্থিতি টের পাবেন আপনি। আইফোন লক স্ক্রিনের আগের প্রক্রিয়া বদলে নতুন দুটি সুইপ সঙ্কেত যুক্ত করেছে আইফোন। লক স্ক্রিন থেকে আংগুল ডানদিকে সরালে আইফোনের ক্যামেরা অপশন পাবেন আপনি। আবার লক স্ক্রিন থেকে বাম পাশে আংগুল সরালে বিভিন্ন ধরণের কাস্টোমাইজ উইজেট পাবেন আপনি। উইজেটে আপনার প্রিয় অ্যাপগুলোরই মিনি সংস্করণ থাকে। প্রেস হোম টু ওপেন বাটন প্রবর্তনের মাধ্যমে স্লাইড টু আনলক বাটন বিলুপ্ত করা হয়েছে। সেক্ষেত্রে হোম বাটন প্রেস করে আপনাকে পাসকোড দিতে হবে। টাচ আইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ আপনার কাছে যদি কোন আইফোন থাকে, তাহলে ঐ ডিভাইসটিও একই প্রক্রিয়ায় আনলক হবে। ম্যাক রিউমার্সের ভিডিও থেকে আইওএস ১০-এর পরিবর্তনগুলো দেখে নিতে পারেন আপনি।
স শিবলু



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবর্তন আসছে আইফোন আনলকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ