মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নতুন ঠান্ডা যুদ্ধের বিরুদ্ধে বিশ্ব নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার ডাভোস ফোরামে ভার্চুয়ালি বৈঠকে প্রদত্ত এক বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে চীনের প্রেসিডেন্ট প্রাণঘাতী করোনা মহামারীর সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। শি বলেন, অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ এবং হুমকি কেবল নতুন স্নায়ুযুদ্ধ শুরু করবে এবং বিশ্বকে বিভক্ত করবে। চীনা এই প্রেসিডেন্টের মতে, বিরোধ একটা দেশের মানুষের স্বার্থকে এবং সাধারণ মানুষের কল্যাণের ক্ষতি করে। তিনি আরও বলেছেন, আমাদের উচিত মুক্ত অর্থনীতি তৈরি করা... বৈষম্যম‚লক ও বর্জনীয় মান, বিধি এবং ব্যবস্থা বাতিল করুন এবং ব্যবসায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলি সরিয়ে দিন, বিনিয়োগ এবং প্রযুক্তিগত বিনিময় করুন। চীনা প্রেসিডেন্ট এমন সময়ে এই হুঁশিয়ারি বার্তা দিলেন যখন মার্কিন প্রশাসনে জো বাইডেন ক্ষমতায় বসলেন। এদিকে, দক্ষিণ চীন সমুদ্রে এই সপ্তাহে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন। বিরোধপ‚র্ণ এই জলসীমার ওপর দিয়ে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের মহড়া চালানোর কয়েক দিনের মাথায় মঙ্গলবার এই ঘোষণা দেয় বেইজিং। ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এই মহড়া চলবে বলে জানিয়েছেন চীনের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত প্রশাসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস থিওডর রুজভেল্টের নেতৃত্বে বেশ কয়েকটি জাহাজ গত শনিবার দক্ষিণ চীন সমুদ্রে মহড়া চালায়। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই এই মহড়া চালানো হয়। মার্কিন সেনাবাহিনীর দাবি ‘সমুদ্রের স্বাধীনতা’ সমুন্নতা রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ায় মঙ্গলবার চীন মহড়া চালানোর ঘোষণা দিয়ে ওই অঞ্চলে যে কোনও যানের প্রবেশ নিষিদ্ধ করেছে। মহড়ার সুনির্দিষ্ট সময় এবং এর আকার জানানো না হলেও চীনা কর্তৃপক্ষ আগামী ২৭ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত তোনকিন উপসাগর থেকে লেইঝোও উপত্যকার পশ্চিমপ্রান্ত পর্যন্ত সব ধরনের যান এবং মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে। উল্লেখ্য, দক্ষিণ চীন সমুদ্রের পুরো এলাকায় নিজেদের সার্বভৌমত্ব দাবি করে চীন। গত কয়েক বছরে এই এলাকায় নিজেদের উপস্থিতি জোরালো করছে বেইজিং। তবে ওই অঞ্চলের ওপর ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনাই এবং তাইওয়ানও নিজেদের কর্তৃত্ব দাবি করে থাকে। আল-জাজিরা, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।