নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
লিগে টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে স্প্যানিশ সুপার কাপ খেলতে গিয়ে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয় বার্সেলোনা। গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের অসাধারণ নৈপুণ্যে রিয়াল সোসিয়েদাদকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠলেও হেরে বসে শিরোপা লড়াইয়ে, আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে। এরপর গত বৃহস্পতিবার কোপা দেল রের শেষ বত্রিশে তৃতীয় সারির দল কোরনিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে গিয়ে ২-০ গোলে জেতে কোমানের দল। হতাশাজনক পারফরম্যান্স করা সেই বার্সাকে ভুগতে দেখা গেল লা লিগাতেও। তবে কাক্সিক্ষত জয় ঠিকই তুলে নিয়েছে তারা। এলচেকে হারিয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এসেছে রোনাল্ড কোমানের দল।
গতপরশু রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। সৌভাগ্যের ছোঁয়ায় পাওয়া ডি ইয়ংয়ের গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন তরুন রিকি পুস। শেষ দিকে পাওয়া তার গোলেও ছিল প্রথম গোলদাতার ছোঁয়া। ৮৯তম মিনিটে ডান দিকের বাইলাইনের কাছ থেকে ডি ইয়ংয়ের বাড়ানো ক্রসে লাফিয়ে হেডে জয় নিশ্চিত করেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার। লিগে এই নিয়ে টানা চার ম্যাচ জিতল তারা, অ্যাওয়ে ম্যাচে টানা পাঁচ। আর শিরোপা পুনরুদ্ধারের অভিযানে তারা অপরাজিত আছে টানা ৯ ম্যাচ। এই ম্যাচের স্বস্তি আছে আরো। বিলবাওয়ের বিপক্ষে লাল কার্ড দেখা মেসির শাস্তিও শেষ হলো এই ম্যাচে দিয়ে।
১৯ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে বার্সেলোনা। ৩ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। দিনের শেষ ম্যাচে ভালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবে ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ।
এদিকে, লিগ শিরোপা ধরে রাখার অভিযানে উত্থান-পতনের মধ্যে দিয়ে চলা জুভেন্টাস এক ম্যাচ পর জয়ে ফিরেছে। দুই অর্ধের দুই গোলে বলোগনাকে হারিয়েছে সিরি ‘আ’র টানা নয়বারের চ্যাম্পিয়নরা। একই রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামের লিগ ম্যাচটি ২-০ গোলে জেতে স্বাগতিকরা। আর্থারের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ওয়েস্টন ম্যাককেনি। এবারের সিরি ‘আ’য় শুরু থেকেই সময়টা ভালো যাচ্ছে না জুভেন্টাসের। প্রথম ১২ ম্যাচে ছয় ড্রয়ের পর ডিসেম্বরে ফিওরেন্তিনার বিপক্ষে ঘরের মাঠে তারা হেরে বসে ৩-০ গোলে। এরপর টানা তিন ম্যাচ জয়ের পর গত রাউন্ডে ইন্টার মিলানের মাঠে হারে তারকাসমৃদ্ধ তুরিনের দলটি। ইন্টারের বিপক্ষে সবশেষ ওই ম্যাচে তিন পয়েন্ট হারানোর পাশাপাশি বড্ড সাদামাটা পারফরম্যান্সে সমালোচিত হয় জুভেন্টাস। কোচ আন্দ্রেয়া পিরলোও ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার তাই জয়ে ফেরার পাশাপাশি খেলার উন্নতির চ্যালেঞ্জও ছিল তাদের সামনে।
১৮ ম্যাচে ১০ জয় ও ছয় ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠছে জুভেন্টাস। সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে এক ম্যাচ বেশি খেলা আতালান্তা। ১৯ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। ২ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে ইন্টার মিলান। তিন নম্বরে থাকা রোমার পয়েন্ট ৩৭।
একই রাতে প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়া টমাস মুলার দ্বিতীয়ার্ধে গোল করলেন আরেকটি। জালের দেখা পেলেন রবের্ত লেভানদোভস্কি ও ডাভিড আলাবাও। পয়েন্ট তালিকার তলানির দল শালকেকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলে জিতেছে হান্স ফ্লিকের দল। টানা তিন জয়ে টানা নবম শিরোপার পথে সাত পয়েন্টে এগিয়ে গেল দলটি। ১৮ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে বায়ার্নের পয়েন্ট হলো ৪২। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপজিগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।