Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সূর্যের আলো আর পানিতেই হবে জ্বালানি : গবেষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

বিশ্বে জ্বালানি নিয়ে কতো কান্ডই না ঘটছে। পরাশক্তিগুলো জ্বালানির জন্য যুদ্ধ খেলায় মেতেছে মধ্যপ্রাচ্যে। প্রতিদিন মানুষ মরছে। আবার এই জ্বালানির জন্য পৃথিবী দূষণও কম হচ্ছে না। পুরো বিশ্বই নির্দিষ্ট কয়েকটি দেশের ওপরেই নির্ভর করছে জ্বালানির জন্য। আর এবার এসব সমস্যার একসঙ্গে সমাধান দিলো কয়েকজন ভারতীয় ছাত্রছাত্রী। আইআইটি যোধপুরের ছাত্রছাত্রীরা ‘ফুয়েল অফ দ্য ফিউচার’ বা ‘ভবিষ্যতের জ্বালানি।’ ঠিক যে পদ্ধতিতে গাছের সালোকসংশ্লেষ হয় তার ঠিক উল্টো পদ্ধতিতে উৎপন্ন হবে জ্বালানি। এমনটাই জানানো হয়েছে তাদের গবেষণায়। কলকাতা২৪ এর খবরে বলা হয়, এই প্রক্রিয়ার জ্বালানি তৈরির জন্য প্রয়োজন প্রচুর সূর্যের আলো। সেই আলোতেই পানি থেকে হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা করা হবে। ‘টাইমস অব ইন্ডিয়া’র রিপোর্ট অনুযায়ী, ‘ল্যান্থানাইড’ নামে একটি রাসায়নিক ক্যাটালিস্ট বা অনুঘটকের সন্ধান পেয়েছেন গবেষকরা। সেই অনুঘটকই অক্সিজেনকে আলাদা করে তুলে আনবে বিশুদ্ধ হাইড্রোজেন। সেটাই জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। টাইমস অব ইন্ডিয়া, কে২৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জ্বালানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ