Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুনরায় সংলাপ নির্ভর করছে ভারতের ওপর : কুরেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

সরাসরি সংলাপ পুনরায় শুরু করার জন্য ভারতকে শর্তজুড়ে দিয়েছে পাকিস্তান। তারা বলছে, আলোচনার টেবিলে বসার আগে ভারতকে তাদের অধিকৃত কাশ্মীরের অধিকার ফিরিয়ে দেয়া এবং সেখানে মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে হবে। আল-জাজিরাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এসব কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। পুনরায় সংলাপ শুরু করার ব্যাপারটা সম্পূর্ণ ভারতের ওপর নির্ভর করছে বলে তিনি জানান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরাসরি সংলাপ পুনরায় শুরু করার জন্য ভারতকেই এগিয়ে আসতে হবে। আলোচনার টেবিলে বসার আগে অধিকৃত কাশ্মীরের অধিকার ফিরিয়ে দেয়া এবং সেখানে মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে হবে তাদের। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকার আক্রমণাত্মক বক্তৃতা এবং দায়িত্বহীন আচরণ করছে বলে অভিযোগ করে তিনি বলেন, আলোচনার পরিবেশ কে নষ্ট করেছে? স্পষ্টতই ভারতীয়রা। এখন যদি পরিস্থিতির উন্নতি করতে হয়, তবে তা সম্পূর্ণ নয়াদিল্লির ওপর নির্ভর করছে। ২০১৯ সালের আগস্টে মোদি সরকার ভারতশাসিত কাশ্মীরের একটি বিশেষ সাংবিধানিক অধিকার প্রত্যাহার করে নেয় এবং পরবর্তীকালে এই অঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখে তারা, যোগ করেন শাহ মাহমুদ কুরেশি। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ