Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় সিজন ‘মহারানী’র সাজে হুমা কুরেশি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

অভিনেত্রী হুমা কুরেশি সোনিলাইভের সিরিজ ‘ মহারানী’র দ্বিতীয় সিজনের শুটে অংশ নেয়া শুরু করেছেন। সূচনা সিজনে ‘গ্যাংস অফ ভাসিপুর’ তারকা রানি ভারতীর ভূমিকায় অভিনয় করেছেন; ভারতী এক গ্রামীণ নারী যে বিহারের মুখ্যমন্ত্রীর আসনে বসেন। হুমা (৩৫) ইনস্টাগ্রামে মহারানির সাজে তার নিজে একটি ছবি পোস্ট করেছেন। “ভূপালি মুডে আছেন ‘মহারানী’। কে কে দ্বিতীয় সিজনের ব্যাপারে রোমাঞ্চিত?” অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন। সুভাষ কাপুর সৃষ্ট ওয়েব সিরিজটির দ্বিতীয় মৌসুমের শুট শুরু হয়েছে গা সপ্তাহে। হুমা এর আগে একই নির্মাতার ২০১৭তে মুক্তিপ্রাপ্ত লিগাল ড্রামা ‘জলি এলএলবি টু’তে অভিনয় করেছেন। ‘মহারানী’র প্রথম সিজন পরিচালনা করছেন করণ শর্মা। নতুন সিজনে আরও অভিনয় করেছেন সোহম শাহ, অমিত সিয়াল, কানি কস্তুরি, বিনীত কুমার, ইনামুলহক। হুমার এর আগের ফিল্ম ‘বেলবটম’ এই বছরই মুক্তি পেয়েছে। হুমা এছাড়াও ‘ডাবল এক্সএল’ ফিল্ম এবং নেটফ্লিক্সের ‘মনিকা, ও মাই ডার্লিং’ ফিল্মে কাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্বিতীয় সিজন ‘মহারানী’র সাজে হুমা কুরেশি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ