প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সোনিলাইভ-এর আসন্ন পলিটিকাল ড্রামা সিরিজ ‘মহারানী’র টিজার দেখলে স্পষ্টই বোঝা যায় এটি লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীর রাজনীতিতে উত্থানের গল্প। লালু প্রসাদ নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষিত হবার পর তার স্থলাভিষিক্ত হন রাবড়ি দেবী। সূত্র জানিয়েছে সিরিজটি বাস্তব চরিত্র নিয়ে নির্মিত হবার কথা ছিল। ভারতের তথ্য ও স¤প্রচার মন্ত্রনালয়ের নির্দেশনায় কোনও রাজনীতিককে তার নামে কোনও সিরিজ বা চলচ্চিত্রে স্থান দেয়া যাবে না, তাই রাবড়ি দেবী হয়ে গেছেন রানি ভারতী। এই নির্দেশনার অনুসরণে ‘দ্য বিগ বুল’ চলচ্চিত্রে সোহাম শাহ হর্ষদ মেহতার ভূমিকায় অভিনয় করেছেন, তবে এখানে নাম বদলে চরিত্র টি হয়ে গেছে হেমন্ত শাহ। সোহামই এই সিরিজে লালু প্রসাদের ভূমিকায় অভিনয় করবেন। সিরিজের স্রষ্টা সুভাষ কাপুর, উত্তর ভারতের রাজনীতিতে নারীদের ক্ষমতায় প্রভাবিত হয়েই তিনি এই সিরিজ নির্মাণে অনুপ্রাণিত হয়েছে। তার শেষ চলচ্চিত্র ‘ম্যাডাম চিল মিনিস্টার’ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীর জীবন অবলম্বনে নির্মিত: এতে অভিনয় করেছেন রিচা চাধা। ‘মহারানী’ ওয়েব সিরিজে রাবড়ি দেবী সাজান হয়েছে হুমাকে; তা কতটা নিখুঁত হয়েছে তা সিরিজ দেখলেই বোঝা যাবে। হুমা বলেন : “এতো স্তরে পারফর্ম করা যায় এমন চরিত্র হরহামেশা পাওয়া যায় না। রানি ভারতীর ভূমিকায় অভিনয় উপভোগ করছি।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।