মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ চীন সাগর ও এর আশপাশের পানি সীমানা নিয়ে উত্তেজনা তুঙ্গে। নিজেদের সমুদ্র সীমানায় বিদেশি নৌযানে প্রয়োজনে গুলি করার অনুমতি দিয়ে কোস্টগার্ড আইন পাস করল চীন। আল জাজিরার তথ্যমতে, গত শুক্রবার দেশটির শীর্ষ আইনপ্রণয়নকারী কর্তৃপক্ষ ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি কোস্টগার্ড আইন পাস করেছে। এর মধ্যে দিয়ে উত্তেজনায় নতুন করে ঘি ঢালল শি জিনপিং সরকার। ওই বিলে, কোস্টগার্ড কর্মকর্তারা চীনের দাবি করা সমুদ্রসীমার মধ্যে অন্য দেশের নির্মিত অবকাঠামো ধ্বংস এবং বিদেশি জাহাজগুলোতে তল্লাশি করতে পারবেন। অন্য দেশের নৌযান বা কর্মকর্তাদের প্রবেশ রোধে প্রয়োজনে সাময়িক ‘এক্সক্লুশন জোন’ তৈরির ক্ষমতাও দেওয়া হয়েছে চীনা কোস্টগার্ড বাহিনীকে। পূর্ব চীন সাগরে জাপান এবং দক্ষিণ চীন সাগরে দক্ষিণপূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ রয়েছে বেইজিংয়ের। দেশটি বিতর্কিত এলাকাগুলোতে কোস্টগার্ড দিয়ে অন্য দেশের মাছধরা নৌযানগুলোকে প্রায়ই তাড়া করে, অনেক সময় সেগুলো ডুবিয়েও দেওয়া হয়। এ নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রায় সময় দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দেশটি। সমুদ্র সীমানা, মাছ ধরাসহ নানা ইস্যুতে জাপান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে প্রায়ই সময় গন্ডগোল বেধে যায় চীনের। এমন পরিস্থিতির মধ্যেই চীনের এই আইন নিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে ঝামেলা সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন অনেকে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।