Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলাকে সহায়তার প্রস্তাব দিলেন পেন্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার উত্তরস‚রী কমালা হ্যারিসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। নিউইয়র্ক টাইমস খবরটি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায়ী এবং আগত দুই প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের মধ্যে এটাই প্রথম যোগাযোগের উদাহরণ হয়ে থাকলো। পরাজিত প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের সাথে কথা বলেননি। তবে পেন্সকে বাইডেনের অপ্রত্যাশিত ‘ডিফেন্ডার’ বলে অনেকেই ব্যাখ্যা করছেন। ট্রাম্প না গেলেও পেন্স বাইডেনের অভিষেক অনুষ্ঠানেও যোগ দেবেন। যাই হোক, নাম প্রকাশ না করার শর্তে ওই দুই ব্যক্তির একজন বৃহস্পতিবার কমলাকে পেন্সের ফোন দেয়া এবং প্রয়োজনে সহযোগিতার হাত বাড়ানোর প্রস্তাবকে ‘গুড কল’ বলে মন্তব্য করেন। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে বিতর্ক এবং ৩রা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর পেন্স এবং কমালার মধ্যে এটাই প্রথম সরাসরি যোগাযোগের ঘটনা। নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমলা

১০ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ