Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরীর সিনেমা প্রিয় কমলা

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ইমপ্রেস টেলিফিল্মের নতুন সিনেমা ‘প্রিয় কমলা’ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ। সিনেমাটি প্রথম দিন মুক্তি পাবে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। চ্যানেল আইতে প্রদর্শিত হবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে। সিমোটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। ‘প্রিয় কমলা’য় একটি গান রবীন্দ্রসংগীত এবং অন্যটির কথা লিখেছেন ফরিদুর রেজা সাগর। ফরিদুর রেজা সাগর রচিত এটি প্রথম গান। ‘প্রিয় কমলা’র শুটিং শুরু হয়েছিল গত ডিসেম্বরে। এতে জুটি হয়ে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সোহেল খান, মালা খন্দকার, সেহাঙ্গল বিল্পব, শিশুশিল্পী আযান। ইমপ্রেস টেলিফিল্মেও সাথে বাপ্পী চৌধুরীর এটি প্রথম কাজ। এতে অপু বিশ্বাস একজন বীরাঙ্গনা’র চরিত্রে অভিনয় করেছেন। এ ধরনের চরিত্র নিয়ে এবারই প্রথম দর্শকদের সামনে আসছেন তিনি। ‘যুদ্ধের সময় একেবারের অজপাড়াগাঁয়ের নিটল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন সেই গ্রামে পৌঁছে তখন সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় সেটিই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। পাশাপাশি সেই ঘটনা ২০২০ সালের সঙ্গে জড়িত করা হয়েছে। এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও করেছেন শাহরিয়ার নাজিম জয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ