মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সমর্থিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএসকে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক এবং হিংসাত্মক চরমপন্থী দল বলে অ্যাখ্যায়িত করেছে পাকিস্তান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া এক ভাষণে পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরাম এ কথা বলে আরএসএসকে নিষিদ্ধ করার দাবি জানান। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয়তাবাদী দলগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে মঙ্গলবার (১২ জানুয়ারি) জাতিসংঘে বক্তব্য দেন মুনির আকরাম। সে সময় তিনি আরএসএসকে উদাহরণ হিসেবে তুলে ধরেন।
মুনির আকরাম বলেন, ‘এই ধরনের হিংসাত্মক মৌলবাদী এবং চরমপন্থী সংগঠন থেকেই পাল্টা হিংসার জন্ম হয়। যা আইসিস কিংবা আল কায়দার মতো জঙ্গি সংগঠনকেই প্রশ্রয় দেয়।’
ওই প্রতিবেদনে দাবি করেন, বিজেপির ‘হিন্দুত্ববাদী আদর্শ’ ভারতের মুসলিমদের জীবনকে বিপন্ন করে তুলেছে।
আল কায়দার মতো জঙ্গি সংগঠনই কেবল নয়, শ্বেতাঙ্গ ও অন্যান্য মৌলবাদী সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে পারলেই বিশ্বজুড়ে মাথাচাড়া দিয়ে ওঠা মৌলবাদকে আটকানো যাবে বলে ভাষণে দাবি করেন মুনির। সূত্র : ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।