Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হংকংয়ে তৎপরতা আরও কঠোর করবে বেইজিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

গত সপ্তাহে হংকংয়ে অর্ধশতাধিক গণতন্ত্রপন্থি কর্মী গ্রেপ্তার হওয়ার পর সেখানে চীনা শাসনের বিরুদ্ধে ফের কোনওরকম আন্দোলন ঠেকাতে বেইজিংয়ের তৎপরতা আরও জোরদার হয়েছে। এতে হংকংয়ে কঠোর আরও বেশ কিছু পদক্ষেপ আসন্ন হয়ে উঠেছে বলে জানিয়েছেন চীনের পরিকল্পনা সম্পর্কে জানেন এমন দুই কর্মকর্তা। তবে চীন এখনও পরিকল্পনা চূড়ান্ত করেনি জানিয়ে তারা বলেন, খুব সম্ভবত হংকংয়ের নির্বাচন ঘিরে বেইজিং তাদের পরিকল্পনা সাজাচ্ছে। যাতে নির্বাচনের সময় হংকংয়ে তাদের শাসন ব্যবস্থা কোনও চ্যালেঞ্জের মুখে না পড়ে। হংকংয়ের নির্বাচন অবশ্য আরও আগেই হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর বিস্তার রোধে ভোট গ্রহণ আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। রয়টার্সের সঙ্গে কথা বলা দুইজনই হংকং বিষয়ে বেইজিংয়ের নীতিনির্ধারণী দলের গুরুত্বপূর্ণ পদে আছেন। তারা কেউ তাদের নাম প্রকাশ করতে রাজি নন। তাদের একজন বলেন, ‘‘সর্বশেষ গ্রেপ্তারের ঘটনা আন্দোলনকারীদের মুখ বন্ধ করতে যেসব ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে তার একটি অংশ মাত্র। ১৮ মাস আগে আমরা যা দেখেছি সেটা যেন হংকংয়ে আর কোনওভাবেই ফেরত আসতে না পারে বেইজিং তা নিশ্চিত করতে চায়।” ২০১৯ সালের মাঝামাঝিতে তিয়ানানমেন স্কয়ারে গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা যে রক্তাক্ত বিক্ষোভ শুরু করেছিল তা নগরী জুড়ে ছড়িয়ে পড়ে। টানা কয়েক মাস ধরে চলা ওই বিক্ষোভ হংকংয়ে ১৯৮৯ সালের পর সব থেকে বড় গণবিক্ষোভে পরিণত হয়। ওই কর্মকর্তা আরও বলেন, ‘‘ওই সময় চীনকে দীর্ঘ সময়ের জন্য নিজেদের ধৈর্যের বড় পরীক্ষা দিতে হয়েছে। এখন সবার জন্যই আরও একবার সব সমস্যার সমাধান করা প্র্রয়োজন। তাই আগামী অন্তত এক বছর আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” হংকংয়ে গণতন্ত্রপন্থিদের ওই বিক্ষোভের পর নগরীর উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করতে গত জুনে হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন নামে একটি কঠোর আইন চালু করে চীন। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ