Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় বিভাগ দাবা লিগ শুরু ২০ জানুয়ারি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ৮:১৯ পিএম

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগের খেলা। নয় দিনব্যাপী লিগে অংশ নিচ্ছে ৩০টি দল। খেলা হবে ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রত্যেক দলে চারজন নিয়মিত ও দু’জন অতিরিক্ত খেলোয়াড় থাকবেন। ৫০ হাজার টাকার অর্থ পুরস্কার পাবেন দাবাড়–রা। যার মধ্যে চ্যাম্পিয়ন দল ২৫, রানার্সআপ ১৫ এবং তৃতীয়স্থান অর্জনকারী দল পাবে ১০ হাজার টাকা।

দ্বিতীয় বিভাগ এই রেটিং দাবায় অংশ নেয়া দলগুলোকে ১৮ জানুয়ারির মধ্যে নাম নিবন্ধনের জন্য বলা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম। এ সময় সহ-সভাপতি কেএম শহিদুল্যা এবং ওয়ালটনের অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবা

৯ জানুয়ারি, ২০২৩
১২ অক্টোবর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ