প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবারের সঙ্গে স্থায়ীভাবে বসবাস করছেন অভিনেত্রী রিচি সোলায়মান। তবে তিনি প্রতি বছর একবার দেশে আসেন এবং অভিনয় করেন। গত ৭ ডিসেম্বর দেশে ফিরেছেন তিনি। এসেই রংপুরে দাদার বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। কয়েকদিন আগে সেখান থেকে ফিরে অংশ নিয়েছেন একটি নাটকের শুটিংয়ে। ‘মন কেমনের দিন’ নামের নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এতে তার সঙ্গে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও সারিকা সাবা। রিচি বলেন, সময় সুযোগ পেলেই ক্যামেরার সামনে দাঁড়াই। প্রতিবারই ঢাকায় এলে দুই-তিনটি নাটকে কাজ করা হয়। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। মন কেমনের দিন ছাড়াও শঙ্খিনী নামের আরেকটি নাটকে আগামী ২০ ও ২১ জানুয়ারি অংশ নেব। এটিও পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। বিপরীতে থাকবেন জাহিদ হাসান। রিচি জানান, দেশে ছুটি কাটিয়ে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।