প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘মেট্রিক্স’ সিরিজের বহুতারকাখচিত চতুর্থ পর্বের কাস্টে যোগ দিয়েছেন ‘ব্ল্যাক স্নেক মোন’ (২০০৬) অভিনেত্রী ক্রিস্টিনা রিচি। ওয়ার্নার ব্রাদার্স তাদের আসন্ন সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্মটি র সর্বশেষ প্রেস কিটে রিচির অন্তর্ভুক্ত হবার ঘোষণা দিয়েছে। ‘দ্য মেট্রিক্স ফোর’ পরিচালনা করবেন লানা ওয়াচোস্কি। ফিল্মটিতে আরও অভিনয় করবেন- ক্যারি-অ্যান মস, জ্যাডা পিঙ্কেট স্মিথ, ইয়াহিয়া আবদুল মাতিন টু, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, জনাথান গ্রোফ এবং নিল প্যাট্রিক হ্যারিস। এছাড়াও শিল্পী তালিকায় যোগ দিয়েছেন জেসিকা হেনউইক, টেলমা হপকিন্স, এরেন্ডিরা ইবারা, টোবি ওনউমেরে, ম্যাক্স রিমেল্ট এবং ব্রায়ান জে স্মিথ। রিচি এর আগে ওয়াচোস্কির ২০০৮-এর ফিল্ম ‘স্পিড রেসার’-এ অভিনয় করেছেন। ওয়ার্নার ব্রাদার্স এবং ভিলেজ রোডশো’র সহ-প্রযোজনায় ‘দ্য মেট্রিক্স ফোর’ নির্মিত হবে ওয়াচোস্কি, ডেভিড মিচেল এবং অ্যালেক্সান্ডার হেমনের কাহিনীতে লানা ও তার বোন লিলি ওয়াচোস্কি সৃষ্ট চরিত্র নিয়ে। ‘দ্য মেট্রিক্স ফোর’ ২২ ডিসেম্বর ২০২১ থিয়েটার এবং এইচবিও ম্যাক্সে একসঙ্গে মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।