Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-২ আসনে বিএনপি প্রার্থীর পরিচিতি সভা ও উঠান বৈঠক

কেরানীগঞ্জ(ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ৬:৪২ পিএম

ঢাকা-২আসনে বিএনপির তরুণ ও নতুন প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির পরিচিতি সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার(০৪নভেম্বর) দুপুর ২টায় ধর্মশুর এলাকায় এই পরিচিতি সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেরা আমান। ঢাকা জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল কাইয়ুমের সভাপতিতে ¡অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো.রুহুল আমিন ,মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মো.হাসমত উল্লাহ নবী, রোহিতপুর ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, মডেল থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, বাস্তা ইউনিয়নের বিএনপি’র সভাপতি মো.ফিরোজ মিয়া,থানা মহিলা দলের নেত্রী রাজিয়া সুলতানা, মডেল থানা ছাত্রদলের সহ-সভাপতি মো.উজ্জল আহম্মেদ, মডেল থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি উয়ালিউল্লাহ সেলিম, মডেল থানা জাসাস সভাপতি সোহানুর রহমান সোহেল প্রমুখ। অনুষ্ঠানে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গঠনতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে ভোটের মাধ্যমে মুক্ত করতে হবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন থাকবে। তাই নির্বাচনে ভয় পাওয়ার কিছুই নাই। সবাইকে বুকে সাহস নিয়ে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিচিতি সভা ও উঠান বৈঠক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ