Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীর বিরুদ্ধে আদালতে নির্যাতনের প্রমাণ দিলেন ক্রিস্টিনা রিচি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

অভিনেত্রী ক্রিস্টিনা রিচি নির্যাতনের প্রমাণ দেবার পর তার বর্তমানে আলাদা বসবাস রত স্বামী জেমস হিয়ারডেজেনের বিরুদ্ধে আদালত রিচির আশপাশে যাবার জন্য নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে। দিন কয়েক আগে অভিনেত্রী আদালতে তার শরীরে আঘাতের চিহ্ন প্রদর্শন করেছেন এবং জানান তাকে হিয়ারডেজেন বেশ কয়েকবার শারীরিক নির্যাতন করেছেন। ‘ব্ল্যাক স্নেক মোন’ (২০০৬) এবং ‘ক্যাস্পার’ (১৯৯৫) ফিল্মের জন্য খ্যাত ৪০ বছর বয়সী অভিনেত্রী আদালতে তার এবং ছয় বছর বয়সী ছেলে ফ্রেডির ক্ষতির আশংকায় আদালতে নিরাপত্তার আবেদন করেন। এর ফলে আদালত জেমসের বিরুদ্ধে তার আলাদা থাকা স্ত্রী ও ছেলের ১০০ গজ সীমার মধ্যে না আসা এবং ছেলে ফ্রেডির সঙ্গে যোগাযোগ না করার আদেশ দেয়। ক্রিস্টিনা আদালতকে জানান ২০১৯ সালে এই গার্হস্থ্য সহিংসতার সূচনা হয়, সেই সময় জেমস তাকে আঘাত করেন এবং শুকরের মুখোশ পরে ভয় দেখান এবং একসময় তাকে টেনে হিঁচড়ে আগুনে ফেলে দেন এতে তিনি বেশ কয়েক জায়গায় আঘাত পান। জেমস এবং ক্রিস্টিনা ২০১৩তে বিয়ে করেন এবং অভিনেত্রী ২০২০ সালের গ্রীষ্মে বিবাহবিচ্ছেদের আবেদন করেন আদালতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিস্টিনা-রিচি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ