রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই দুর্গম বনের মধ্যে অজ্ঞাত ব্যক্তির গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার। কাপ্তাই পাল্প উড বাগান বিভাগের প্রধান কার্যালয় হতে প্রায় ২ কিলোমিটার গভীর বনের মধ্যে গাছের সাথে ফাঁস দেয়া অবস্থায় কাপ্তাই রেঞ্জের বন রক্ষীরা বনে ডিউটি করতে গিয়ে ঝুলন্ত অবস্থায় ষাট উর্ধ্বে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত একটি লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবব দেয়। গত শনিবার বিকালে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ পিযুষ কান্তি দাশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ হতে দুর্গন্ধ বের হওয়ার ফলে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, পুলিশ ও বন বিভাগ যৌথভাবে ঝুলন্ত অবস্থায় লাশটি বিকাল ৫টায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে কাপ্তাই থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ তদন্ত করে বলেন, দেখে মনে হয় এটি একজন পাগল তা ছাড়া কিছুই না।
আর প্রায় ১৫/২০ দিন পূর্বে গভীর জঙ্গলে এসে গলায় ফাঁস দেয়। তাৎক্ষণিক লাশের কোন পরিচয় পাওয়া যায়নি বা ১৫/২০দিন হলেও কাপ্তাই থানায় এ ধরনের কোন নিখোঁজের ডায়রি কেউ করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।