Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাটুরিয়ায় ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাটু‌রিয়া (মা‌নিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ৪:০৯ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার দুপুরে উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের দেলুয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে এলাকাবাসী দাবী করেন মোঃ মোন্তাজ আলী ও তার পরিবারের বিরুদ্ধে মোঃ আব্দুল খালেকের দেওয়া মামলাটি সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন।
ও ব্যাপারে দেলুয়া বাজারের ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন জানায়, মোন্তাজ আলী একজন নিরীহ,সহজ ও সরল দিনমজুর কৃষক প্রকৃতির লোক। এলাকার কারও সাথে কোনদিনই তার কোন বিরোধ হয়নি। তার বিরুদ্ধে মানিকগঞ্জ আদালতে স্থানীয় আব্দুল খালেক বাদী হয়ে (সি আর) ২৬৮ যে মামলা দায়ের করেন তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। এই ধরনের কোন ঘটনা এই এলাকায় ঘটেনি বলে তিনি দাবি করেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ সিরাজুল ইসলাম (মেম্বার), সালাউদ্দিন আহম্মেদ, মোঃ আজগর আলী, সুলতান উদ্দিন ডাক্তার, নোয়া মিয়া, নুরুল ইসলাম, মিজানুর রহমান বিশ্বাস, খোরশেদ আলম, হেলাল উদ্দিন, শরিফুল ইসলাম লিটন, আবুল কাশেম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ