বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির কাঠালিয়ায় মো. রুবেল হাওলাদার (৩২) নামে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা ছয়ঘর নামক স্থানে এ ঘটনা ঘটে। ওই এলাকার বাবুল হাওলাদারের ঘর থেকে রুবেলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। রুবেল একই এলাকার আ. বারেক খানের পুত্র। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
রুবেলের স্ত্রী রুবী আক্তার জানান, ‘বাবুল হাওলাদার আমার স্বামী রুবেলকে ফোন দিয়ে তার বাড়ীতে ডেকে নিয়ে যায়। শনিবার রাত ১০টার দিকে লোক মারফত জানতি পারি রুবেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি ও আমার আত্মীয়স্বজন বাবুলের বাড়ীতে গিয়ে দেখি-তার ঘরের একটি কক্ষে রুবেলের লাশ কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছে। তখনও ঘরের ভিতর রক্ত পরে ছিল।’ ঘটনার পর পর কাঠালিয়া থানা পুলিশের একটি দল ও শৌলজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গত ৪-৫ বছরের ব্যবধানে রুবেলের বাবা আ. বারেক খান ও ভাই রাসেলকেও খুন করা হয়।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, নিহত রুবেলর মা লুৎফন্নার বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।