Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুন্সিগঞ্জে বিপিএলের চতুর্থ ভেন্যু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২১, ৬:০৫ পিএম

অবশেষে ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ ভেন্যুর সন্ধান পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটি। শনিবার দুপুরে লিগ কমিটির জরুরি সভার পর এই ভেন্যুর নাম ঘোষণা করা হয়। আগের তিন ভেন্যু যথাক্রমে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়াম ও গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্টেডিয়ামের সঙ্গে এবার যুক্ত হলো মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেঃ মতিউর রহমান স্টেডিয়ামের নাম। গত অক্টোবরে বাফুফে নির্বাচনের পর শনিবারই লিগ কমিটির প্রথম জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আগের নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী আগামী ১৩ জানুয়ারি থেকেই মাঠে গড়াবে বিপিএলের ২০২০-২১ মৌসুমের খেলা।

বাফুফের পূর্ব ঘোষণা মতে এবার চার ভেন্যুতেই অনুষ্ঠিত হবে বিপিএলের খেলা। সভা শেষে লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্টেডিয়াম নিয়ে বলেন,‘এই স্টেডিয়ামটি আরচ্যারি ডিসিপ্লিনের নির্ধারিত ভেন্যু। আরচ্যারি দেশের গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি খেলা। আমাদের গর্বের বিষয় বাংলাদেশের আরচ্যারর আসন্না অলিম্পিকে খেলবেন। বিপিএলের খেলার কারণে তাদের প্রস্তুতিতে যেন ব্যাঘাত না ঘটে এজন্য আমরা সেভাবেই সমন্বয় করব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেন্যু

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ