নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিপিএলের আগামী তিন আসরের জন্য সাতটি দল চ‚ড়ান্ত করার পর এবার ভেন্যুও নিশ্চিত করে ফেলেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আসছে জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিপিএল হবে ৪২ দিনের টুর্নামেন্ট। এই ৪২ দিনে মোট ৪৬টি ম্যাচ মাঠে গড়াবে। খেলা হবে মোট তিনটি ভেন্যুতে। ঢাকার বাইরে চট্রগ্রাম ও সিলেটে বিপিএলের জমজমাট আসর বসবে। এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
বিসিবি কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএলের পরবর্তী আসর নিয়ে মল্লিক জানান, ‘মোটামুটি আমাদের সাতটা দল নিয়েই করার ইচ্ছে। এবং তিনটা ভেন্যুতে যেটা বরাবর হয়- ঢাকা, চট্রগ্রাম, সিলেট। আমাদের টোটাল ম্যাচ হবে ৪৬টি। ৪২ দিনের খেলা। আমরা মোটামুটি প্লেয়ারদের ক্যাটাগরিও ঠিক করে ফেলেছি। কিন্তু কোনোটাই আসলেই ফাইনাল না।’ বিপিএলের সাতটি দলের মালিকদের সাথে আলোচনার ভিত্তিতে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মল্লিক। তিনি বলছিলেন, ‘ফ্র্যাঞ্চাইজিদের সাথে আমরা বসবো, তাদের সাথে নিয়ম-নীতি নিয়ে বসবো। সরাসরি সাইনিং, লোকাল কয়টা... আমরা যদিও একটা ঠিক করে রেখেছি। ফাইনালি ঠিক করব সবার সাথে আলোচনা করে। ইতোমধ্যে আমরা ফ্র্যাঞ্চাইজিদের সাথে কথাও বলেছি।’ ২০২৩ সালের ৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের নবম আসর। এই টুর্নামেন্টের পর্দা নামবে ফেব্রæয়ারির ১৬ তারিখে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।