Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানের হোম ভেন্যু কাতার

নেদারল্যান্ডস সিরিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ১:০১ এএম

নিরপেক্ষ ভেন্যু হিসেবে ভারত, সংযুক্ত আরব আমিরাতের পর এবার কাতার বেছে নিল আফগানিস্তান। মধ্যপ্রাচ্যের দেশটিতে নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে কাতারের দোহায় হবে এই সিরিজে। ২১ জানুয়ারি দোহার এশিয়া টাউন ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। ২৩ ও ২৫ জানুয়ারি বাকি দুই ম্যাচ। ওয়ানডে সুপার লিগে আফগানিস্তানের এটি দ্বিতীয় সিরিজ। আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে এরমধ্যে ৩০ পয়েন্ট পেয়েছে আফগানরা। এরপর ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষেও আছে তাদের সিরিজ। ওয়ানডে সুপার লিগে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষেও ‘হোম সিরিজ’ খেলবে আফগানিস্তান। অ্যাওয়ে সিরিজে তাদের প্রতিপক্ষ ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওয়ানডে সুপার লিগের পয়েন্টের ভিত্তিতে ২০২৩ বিশ্বকাপে জায়গা পাবে সেরা সাত দল। স্বাগতিক হিসেবে বাছাই ছাড়াই খেলবে ভারত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোম ভেন্যু কাতার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ