Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিষেক ম্যাচেই জয়ের স্বাদ পেলেন জামাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২১, ৫:৫৯ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়া ভারতের আই লিগের অভিষেক ম্যাচেই জয়ের স্বাদ পেলেন। শনিবার শুরু হয়েছে আই লিগের খেলা। এদিন ঘরের মাঠ যুব ভারতী ক্রীড়াঙ্গনে আই লিগের উদ্বোধনী ম্যাচে জামালের দল কলকাতা মোহামেডান ১-০ গোলে হারায় দিল্লির দল সুদেভা মুনলাইটকে। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অমিমাংসিত থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতে জয়সূচক গোলটি পায় মোহামেডান। ৫৮ মিনিটে কলকাতা মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন ফয়সাল আলী। সুরাজ রাওয়াতের বাড়ানো বল ধরে ফয়সাল ডান দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে গোল করে দলকে আনন্দে ভাসান (১-০)। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে কলকাতা মোহামেডান। জামাল ভূঁইয়া সেরা একাদশে ছিলেন এবং ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত তিনি খেলেছেন। ভারতের ঘরোয়া ফুটবলে নিজের অভিষেক ম্যাচে যোগ্যতা প্রমাণ করেছেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচে তিনি বেশ কয়েকটি নিঁখুত পাস দিয়েছেন সতীর্থদের।

কলকাতা মোহামেডানের পরের ম্যাচ খেলবে ১৪ জানুয়ারি। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ চার্লিস ব্রাদার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের কল্যানী স্টেডিয়ামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামাল

২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ