Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বিশ্বব্যাপী আমেরিকার নেতৃত্বের পতন ঘটেছে : চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ৮:১৩ পিএম

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সংবাদপত্র পিপলস ডেইলির সাময়িকী গ্লোবাল টাইমসে সম্পাদকীয়তে বলা হয়েছে, ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটাল ভবনে হামলা দেশটির নেতৃত্বের চরম ব্যর্থতার পাশাপাশি আমেরিকার সমাজের গভীর বিভেদকে প্রতিফলিত করে। সাময়িকী গ্লোবাল টাইমসে এই হামলাকে আমেরিকার ‘অভ্যন্তরীণ পতনের’ চিহ্ন হিসেবেও বর্ণনা করেছে।

সাময়িকটিতে আরও বলা হয়েছে, মার্কিন প্রশাসনের প্রতীক ক্যাপিটাল হিলে অভূতপূর্ব হামলা মার্কিন সমাজের তীব্র বিভাজন এবং দেশটি যে নিজেদের সংকট মোকাবেলা করতে ব্যর্থ তার প্রমাণ’।

রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বের চরম অবনতি হয়েছে, এমন রাজনীতিবিদের কাছে বিশৃঙ্খলা, সহিংসতাই পাওয়া যবে।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের স্বীকৃতি প্রক্রিয়ায় কংগ্রেসের যৌথ অধিবেশন চলার সময়ই কংগ্রেস ভবন ক্যাপিটলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা তাণ্ডব চালায়। এই হামলায় নিহত চারজন নিহত হয়।

নিহতদের মধ্যে ট্রাম্পের এক নারী সমর্থক পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা গেছেন। আর অন্য তিনজন গুরুতর আহত হলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পর মারা গেছেন।

এই ঘটনাকে আমেরিকার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ বলে বর্ণনা করেছেন মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি। সূত্র : সিনহুয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ