প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি আরেক সংগীত আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। গত বছরের ১০ জুলাই থানায় গিয়ে অভিযোগ দায়ের করার পর তা সম্প্রতি প্রকাশিত হয়েছে আসিফের আদালতে সমন পাওয়ার মধ্য দিয়ে। এ নিয়ে সঙ্গীতাঙ্গণে বেশ তোলপাড় চলছে। পক্ষে-বিপক্ষে কথা হচ্ছে। এ নিয়ে গত ৫ জানুয়ারি ন্যান্সি ফেসবুক লাইভে এসে তার বক্তব্য দেন। ন্যান্সি বলেন, একটি বিষয় অনেকেই বলছেন যে, মামলার দিকে না গিয়ে এটি নিজেদের মধ্যে সুরাহা করা যেতো। তবে তা করার সুযোগ ছিল না। প্রথমত আমি অনেক দেখেছি, দ্বিতীয়ত সময় নিয়েছি। কিন্তু তিনি (আসিফ) বার বার আমাকে নিয়ে বিভিন্ন মিডিয়াতে অসম্মানজনক কথা বলেই যাচ্ছিলেন। তার এসব কথা যখন আর মানতে পারছিলাম না, তখন ভাবলাম এবার আমার কিছু করা উচিত। আর অনেকে বলছেন আলোচনা করা যেতো। আসলে আমাদের সম্পর্কটা আলাপের জায়গায় নেই। আর আলাপে বসে ঠিকঠাক করে নিলে কি তিনি আমার বিরুদ্ধে যে বদনাম করেছেন সেটা মিটে যেতো? না যেতো না। তাই আমি সব প্রমানসহ থানায় অভিযোগ দায়ের করেছি জুলাইয়ের ১০ তারিখ। পুলিশ দীর্ঘ সময় তদন্ত করেছে ও পরে কোর্টের সমন আসিফ আকবর পেয়েছেন। এদিকে আগামী ১৪ই ফেব্রুয়ারি ময়মনসিংহের এক নম্বর আমলি আদালতে আসিফ আকবরকে হাজির হওয়ার তারিখ ধার্য করা হয়েছে। সেদিন তিনি আদালতে হাজির হবেন এবং ন্যান্সির বাসায় খেতেও যাবেন বলে জানান। আসিফের এমন বক্তব্যে ন্যান্সি বলেন, আমি যদি সেদিন ময়মনসিংহ থাকি অবশ্যই তাকে এখানকার নামকরা মালাইকারি ও মন্ডা খাওয়াবো এবং দিয়েও দিবো। তিনি বলেন, শিল্পী আসিফ আকবরের সঙ্গে আমার কোনো রেশারেশি নেই, তার কথাগুলো আপত্তিকর। আর আমি ময়মনসিংহের মানুষ ও আমার যারা ভক্ত আছেন তাদের অনুরোধ করবো ১৪ই ফেব্রুয়ারী আমি থাকি বা না থাকি, আসিফ আকবর আসলে যেন তাকে সর্বোচ্চ সম্মানটা দেয়া হয়। তিনিও যেন দেখে যেতে পারেন ময়মনসিংহের মানুষ কতটা উদার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।