মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কানাডার উত্তর অ্যালবার্টায় একটি প্রাইভেট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, এক দম্পতি এবং তাদের দুই শিশু সন্তান। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে নিহত দম্পতির ৩ ছেলে।
নতুন বছরের প্রথম দিনে বার্চ হিলস কাউন্টি এডমন্টনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে একটি শস্যক্ষেতে গত শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
রয়েল কানাডিয়ান মাউন্টেন পুলিশ জানায়, গ্র্যান্ড প্রেইরির পাহাড়ি এলাকার কাছ থেকে জরুরি সাহায্য চেয়ে পাঠানো বার্তা পেয়েই উদ্ধার অভিযানে শুরু হয়।
পরে বার্চ হিল কাউন্টি এলাকার কাছেই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্ত শেষে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি।
নিহতরা হলো- ওয়াদে ব্যালিসকি (৪৫), তার স্ত্রী অওব্রে ব্যালিসকি (৩৭), তাদের ৮ বছরের মেয়ে জুয়েল এবং ২ বছরের মেয়ে ফ্লেউর। দুর্ঘটনায় প্রাণে বেঁচে যায় ওই দম্পতির ৩ সন্তান। তারা হলো- ১৬ বছরের ছেলে চেভে, ১৪ বছরের ছেলে রেমিংটন ও ১২ বছরের ছেলে ইনডেয়া। সূত্র : বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।