Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাক চালকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ফতুল্লার দাপায় নদীর তীরবর্তী স্থান থেকে ইয়াকুব আলী নামে ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গত শনিবার রাত সাড়ে আটটায় ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরস্থ ঢাকা- নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পশ্চিমে মো. আলীর ঘাট সংলগ্ন নদীর তীরবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ট্রাকচালক ইয়াকুব আলী কিশোরগঞ্জ জেলার নিকলি থানার বাটি ভাড়াটিয়া গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে। সপরিবারে সে দাপা শৈলক‚ইড়াস্থ হোসেন সর্দারের ইট খোলায় বসবাস করতো বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা থানার এসআই আসাদ জানান, উদ্ধার হওয়া ট্রাকচালক ইয়াকুব আলীর মাথার পেছনে দুটি আঘাতের চিহৃ রয়েছে। সেখান থেকে অনবরত রক্ত ঝড়ছে। ধারণা করা হচ্ছে ৭২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়েছে। নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি, টাকা লেনদেনকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে ট্রাকচালক ইয়াকুব আলীকে হত্যা করা হয়েছে।
ফতুল্লা থানার ইনচার্জ আসলাম হোসেন জানান, লোক মারফত সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ-উদ্ধার

২৬ ফেব্রুয়ারি, ২০২১
৮ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ