বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ফেনী নদীর রামগড় সীমান্তে ১৪০ টি উদ্ধারকৃত কচ্ছপ অবমুক্ত করেছে।
শনিবার (২ জানুয়ারি) রামগড় ব্যাটালিয়নস্থ কয়লার মুখ বিজিবি চেকপোস্টে সকাল ১০টার সময় সন্দেহ করে একটি মাহেন্দ্রগাড়ী তল্লাশি চালিয়ে ৩টি বস্তাভর্তি একশত কেজি ওজনের ১৪০টি কচ্ছপ উদ্ধার করে। পরে উদ্ধারকৃত কচ্ছপগুলি বন্য প্রাণী সংরক্ষণ আইনে জব্দ করে জোন সদরে নিয়ে আসে বিজিবি।
এদিকে উদ্ধারকৃত কচ্ছপগুলো বিজিবি'র নায়েক সুবেদার ইউসুফ মিয়ার নেতৃত্বে শনিবার বিকেল ৪টার সময় রামগড় বিজিবি বিশেষ ক্যাম্প সংলগ্ন ফেনী নদীতে অবমুক্ত করা হয়। বড়-ছোট বিভিন্ন সাইজের কচ্ছপগুলি পাহাড়ের কোন জলাশয় থেকে চট্টগ্রামের নাজিরহাট বাজারে বিক্রির জন্য নেয়া হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।