Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলে গেলেন পার্বতীপুরের আলোকিত মানুষ নীলকান্ত মহন্ত

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ৫:৫৩ পিএম

চলে গেলেন পার্বতীপুরের আলোকিত সব শ্রেণী পেশার ও ধর্মের মানুষের প্রিয় মানুষ নীলকান্ত মহন্ত। গত বৃহস্পতিবার রাত ১২টায় তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২পুত্র আত্নীয়স্বজন ও অসংখ গুণগ্রাহী রেখে গেছেন। তিনি অডিট এন্ড একাউন্টসে চাকুরী করে অবসর জীবন যাপন করছিলেন। এদিকে আজ শুক্রবার বেলা দেড়টায় নীলকান্ত মহন্তের মরদেহ তার নিজ গ্রাম রামপুর ইউনিয়নের বাসু পাড়ায় গ্রামে সমাহিত করা হয়।

বর্ণাঢ্য জীবনের অধিকারী নীলকন্তা মহন্ত পার্বতীপুরের সামজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠা প্রগতি সংঘ’র নাট্যকার, নাট্যপরিচালক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পার্বতকীপুর শাখার সভাপতি, কালিবাড়ী মন্দির কমিটির উপদেষ্টা, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির পার্বতীপুর শাখা আহবায়ক, গণজাগরন মঞ্চ পার্বতীপুর শাখার আহবায়ক এবং বাংলাদেশ আওয়ামীলীগ পার্বতীপুর উপজেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেণ। তার মৃত্যুতে সাবেক মন্ত্রী ও পার্বতীপুর ফুলবাড়ী নির্বাচনী এলাকার সাংসদ অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক ও ইয়ং ষ্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, প্রগতি সংঘের সাধারন সমপাদক আমজাদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ দপ্ত, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ও গণজাগরন মঞ্চ পার্বতীপুর শাখা সদস্য সচিব আবদুল কাদির গভীর শোক জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ