Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উমেশকেও হারাল ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ১২:০৯ এএম

চোটের হানায় জর্জরিত ভারতের পেস আক্রমণ। মোহাম্মদ শামির পর এবার উমেশ যাদবকেও হারাল দলটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেছেন ডানহাতি এই পেসার। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে বোলিংয়ের সময় পায়ে চোট পান উমেশ। প্রথম ইনিংসে ১২ ওভারে উইকেট শ‚ন্য থাকা এই পেসার দ্বিতীয় ইনিংসে করতে পারেন মাত্র ৩.৩ ওভার। নেন জো বার্নসের উইকেট।

উমেশের ছিটকে পড়ায় ভারতীয় বোলিং আক্রমণে অভিজ্ঞ পেসার বলতে এখন আছেন কেবল জাসপ্রিত বুমরাহ। তিনিও খেলেছেন কেবল ১৬ টেস্ট। এর আগে চোট থেকে সেরে না উঠায় সফরে যাননি ইশান্ত শর্মা। অ্যাডিলেইড টেস্টে চোট পেয়ে সিরিজ শেষ হয়ে গেছে শামির।
এরই মধ্যে শামির জায়গায় দ্বিতীয় টেস্টে খেলেছেন মোহাম্মদ সিরাজ। দলে যোগ করা হয়েছে তরুণ নবদিপ সাইনি ও এক টেস্ট খেলা শার্দুল ঠাকুরকে। উমেশের চোটে নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা টি নটরাজনকেও যোগ করা হয়েছে দলে।
চার ম্যাচের সিরিজে ১-১ সমতায় ভারত-অস্ট্রেলিয়া। আগামী বৃহস্পতিবার সিডনিতে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট। ব্রিজবেনে ১৫ জানুয়ারি শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ