Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন মন্ত্রিপরিষদ পৌঁছাতেই হামলায় নিহত ২৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ১২:১০ এএম

ইয়েমেনের সউদী আরব সমর্থিত নবগঠিত মন্ত্রিপরিষদ বিমানে চড়ে এসে এডেন বিমানবন্দরে নামার পরপরই ভয়াবহ হামলার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন বহু মানুষ। বুধবারের এ ঘটনায় হতাহতদের অধিকাংশই ত্রাণকর্মী এবং সরকারি কর্মী। তবে মন্ত্রিসভার কোনো সদস্য হতাহত হননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মায়িন আবদুলমালিক। রয়টার্স লিখেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত দুই মিত্রপক্ষকে ঐক্যবদ্ধ করার সউদী উদ্যোগের ফল নতুন এ মন্ত্রিপরিষদ। সউদী আরবের রাজধানী রিয়াদ থেকে নবগঠিত পরিষদের সদস্যদের নিয়ে একটি উড়োজাহাজ ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের বিমানবন্দরে নামার কিছুক্ষণের মধ্যেই হামলা শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় বিকট বিস্ফোরণের পাশাপাশি টানা গুলিবর্ষণের শব্দ শোনা যায়। বিমানবন্দরের হলরুমে তিনটি মর্টারের গোলা এসে পড়ে বলে স্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা জানান। সউদী আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল আরাবিয়ায় প্রদর্শিত ফুটেজে দেখা যায়, এডেন বিমানবন্দরে নামা উড়োজাহাজটি থেকে লোকজন বের হয়ে আসার সময় বিমানবন্দরের হলে প্রথম বিস্ফোরণটি ঘটছে। এর পরপরই সাঁজোয়া যানগুলো থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সাদা ও কালো ধোঁয়া উঠতে দেখা যায়। অন্যান্য ভিডিও ফুটেজে বিমানবন্দরের টার্মিনালের ক্ষতিগ্রস্ত কংক্রিট দেয়াল ও ভাঙা গ্লাস দেখা গেছে। হামলার পর প্রধানমন্ত্রী মায়িনসহ মন্ত্রিপরিষদের সদস্যদের এবং ইয়েমেনে নিযুক্ত সউদী রাষ্ট্রদূত মোহাম্মদ সৈয়দ আল জাবেরকে নিরাপত্তার জন্য এডেনের মাশেক প্রেসিডেন্সিয়াল প্রাসাদে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রথম হামলার কয়েক ঘণ্টা পর ওই প্রাসাদের পাশেও আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম জানিয়েছে। মন্ত্রিপরিষদের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে এক টুইটে বলা হয়েছে, বিমানবন্দরের হামলায় ২৭ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। এক বিবৃতিতে রেডক্রসের আন্তর্জাতিক কমিটি জানিয়েছে, এ হামলায় তাদের দুই কর্মী সদস্য নিহত ও অপর একজন নিখোঁজ রয়েছেন। এর আগে চিকিৎসা ত্রাণ সংস্থা মেদসাঁ সঁ ফ্রোঁতিয়ের জানিয়েছিল, তারা তাদের এডেন হাসপাতালে ১৭ জন আহতকে চিকিৎসা দিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সউদী নেতৃত্বাধীন জোট বাহিনী বলেছে, প্রেসিডেন্ট প্রাসাদে আক্রমণ চালানোর জন্য পাঠানো বিস্ফোরক ভর্তি একটি হুতি ড্রোন গুলি করে নামিয়েছে তারা। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হুতিদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা বিমানবন্দরে হামলার দায়ও অস্বীকার করেছে। আল-আরাবিয়া, রয়টার্স, স্কাই নিউজ।



 

Show all comments
  • Farhan Ijaz ১ জানুয়ারি, ২০২১, ২:২১ এএম says : 0
    সব খারাপ যার শেষ খারাপ তার...
    Total Reply(0) Reply
  • মেহেদী ১ জানুয়ারি, ২০২১, ২:২১ এএম says : 0
    খুবই দঃখজনক ঘটনা।
    Total Reply(0) Reply
  • তাসফিয়া আসিফা ১ জানুয়ারি, ২০২১, ২:২২ এএম says : 0
    রক্তপাত বন্ধ হওয়ার দরকার।
    Total Reply(0) Reply
  • গাজী ওসমান ১ জানুয়ারি, ২০২১, ২:২২ এএম says : 0
    এভাবে আর কতকাল রক্ত ঝরবে?????
    Total Reply(0) Reply
  • হিমেল ১ জানুয়ারি, ২০২১, ২:২২ এএম says : 0
    মুসলিম বিশ্ব নিজেরাই নিজেদের ধ্বংস করছে, কাফেরদের আর কিছু করা লাগছে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়েমেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ