Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুষারপাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপে নিহত ৪৪

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

তীব্র তুষারঝড় অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ দেশটির মধ্যপশ্চিমাঞ্চল অচল হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান। মধ্য আটলান্টিক অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তুষারঝড়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অর্ধ লক্ষাধিক বাড়িঘর। ইউরোপেও পরিস্থিতির কোন উন্নয়ন হয়নি। বসনিয়ায় তীব্র তুষারপাতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ নিয়ে দু›সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ জনে। এর মধ্যেই নতুন করে তুষারধসের সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি দেশে। যুক্তরাষ্ট্রের মধ্য-আটলান্টিক অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ তুষারঝড়ে থমকে গেছে মধ্য পশ্চিমাঞ্চলের জনজীবন। মিসৌরি থেকে ম্যারিল্যান্ড পর্যন্ত তীব্র ঝড়ে হতাহত হয়েছেন অনেকে। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, ছিঁড়ে গেছে টেলিফোন তার। বন্ধ অফিস-আদালত, শিক্ষা-প্রতিষ্ঠান, রাস্তাঘাট, রেল ও বিমান চলাচল। এছাড়া বিভিন্নস্থানে বরফ জমে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। বৈরী আবহাওয়ার কারণে ওয়াশিংটনসহ আশপাশের এলাকার সব স্কুল-কলেজসহ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ও সোমবার ছিল বন্ধ। পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় সেখানে একই রকম অবস্থা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের মতো ভয়াবহ অবস্থা ইউরোপের বিভিন্ন দেশে। ঘর থেকে বের হতে পারছেন না কেউই। নিতান্ত প্রয়োজনে বের হতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। দক্ষিণ জার্মানিতে বড় ধরনের তুষারপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হোটেল। সতর্কতা জারি থাকায়, শতাধিক বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয় কর্তৃপক্ষ। যদিও পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ। জার্মানি স্বরাষ্ট্র মন্ত্রী হোরস্ট সিহোফার বলেন, ‘অবস্থা খুবই ভয়াবহ। আমরা পুরো পরিস্থিতি জানার চেষ্টা করছি। এতে করে সার্বিক চিত্র সম্পর্কে ধারণা মিলবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া সহজ হবে।’ অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডেও তুষারধসের সতর্কতা জারি করা হয়েছে। ইউরোপের দক্ষিণ-পূর্বের দেশ বসনিয়ায় তীব্র তুষারপাতে হতাহতের খবর পাওয়া গেছে। অপরিবর্তিত রয়েছে, সুইডেন, নরওয়ে, চেক প্রজাতন্ত্র, গ্রিস, ইতালি, পোল্যান্ড, স্লোভাকিয়াসহ ইউরোপের অন্য দেশগুলোর পরিস্থিতি। তীব্র ঠান্ডায় রাশিয়ার জীবনযাত্রাও অসহনীয় হয়ে পড়েছে। এদিকে ভারতের হিমাচলসহ জম্মু-কাশ্মীরে তুষারপাতে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে তুষারপাত ও তুষারঝড়। এতে প্রতিদিনই মিলছে মৃত্যু খবর। পাশাপাশি একেবারেই অচল হয়ে পড়েছে জনজীবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সিএনএন, রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুষারপাতে নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ