Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্র-কানাডায় পরিস্থিতি ভয়াবহ

শৈত্যপ্রবাহ ও তুষারপাতে বিভিন্ন দেশে জনজীবন বিপর্যস্ত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১১ এএম

তীব্র শৈত্যপ্রবাহ ও তুষারপাতে বিশ্বের বিভিন্ন দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে তুষারঝড়ের আশঙ্কায় বাতিল করা হয়েছে এক হাজারের বেশি ফ্লাইট। শীতের তীব্রতা মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে সাধারণ মানুষ। যুক্তরাজ্যের বেশকিছু অঞ্চলে তুষারপাতের কারণে সতর্কতা জারি করা হয়েছে। তুষারপাত হচ্ছে ভারতের দার্জিলিংয়েও। সাদা মেঘের ভেলার মতো লেকের পানিতে ভাসছে বরফের স্তূপ। যুক্তরাষ্ট্রের মতোই তুষারপাত হচ্ছে যুক্তরাজ্যেও। স্কটল্যান্ড, ইংল্যান্ডের উত্তরাঞ্চল এবং ওয়েলশে জারি করা হয়েছে চার নম্বর সতর্কতা। বন্ধ রাখা হয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। এদিকে তুষারপাত হচ্ছে ভারতের দার্জিলিংয়েও। অন্যান্য দেশে তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও দার্জিলিং-এর চিত্র উল্টো। ব্যবসায়ীরা বলছেন, তুষারপাতের ফলে পর্যটক সমাগম বাড়বে। খবরে বলা হয়, ভয়াবহ তুষারপাত ও বরফাচ্ছন্ন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলের জীবনযাত্রা অচল হয়ে গেছে। বরফঠাণ্ডার প্রকোপে এরই মধ্যে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রবল ঠাণ্ডায় জমে যাচ্ছে কানাডাও। হাড় কাঁপানো শীত হয়তো একেই বলে। হিমাঙ্কের ৬০ ডিগ্রি নীচে তাপমাত্রা বেশ কিছু জায়গায়। ভয়ঙ্কর শীতে সত্যিই কাঁপছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল। পূর্বাভাসে বলা হয়েছে, গ্রেট লেকের অংশবিশেষে তাপমাত্রা কমে দাঁড়াতে পারে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শিকাগোতে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে, যা অ্যান্টার্কটিকার কিছু অংশের তাপমাত্রার চেয়েও কম। অপরদিকে উত্তর ডেকোটায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাষ্ট্রের শিকাগো সহ মিডওয়েস্ট হিসেবে পরিচিত অঞ্চলগুলোতে বুধবার ও বৃহস্পতিবার সব ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। বরফে ঢাকা রয়েছে মহাসড়কগুলো। এ অবস্থায় উচ্চ মাত্রায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে পুলিশ। মিশিগানে বৃহস্পতিবার সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউএস পোস্টাল সার্ভিস ডাকোটা থেকে ওহাইও পর্যন্ত তাদের ডেলিভারি স্থগিত করেছে। এমন ঘটনা বিরল। এ অবস্থায় শিকাগো ও’হারে এবং শিকাগো মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েক হাজার বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে বুধবার। আমট্রাক রেল সার্ভিসের সব ট্রেন শিকাগো আসা ও যাওয়া বাতিল করা হয়েছে। তীব্র ঠাণ্ডা আবহাওয়ায় দিন কাটাতে হবে ২৫ কোটি মার্কিন নাগরিককে। অপরদিকে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় দুর্ভোগ পোহাতে হবে ৯ কোটি মানুষকে। সিএনএন, রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুষারপাতে বিভিন্ন দেশে জনজীবন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ