মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জাপানে প্রচÐ তুষারপাতে ২৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে প্রায় ২শ’টি ফ্লাইট। গত রোববার রাত থেকে শুরু হওয়া এ তুষারপাতে রাজধানী টোকিওসহ উত্তর ও পূর্বাঞ্চলের জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। ২৪ ঘণ্টা এ তুষারপাত ঘটেছে বলে স্থানীয় আবহাওয়া অধিদপ্তরগুলো জানিয়েছে। গত মঙ্গলবারও বিভিন্ন জায়গায় তুষারপাত হবে বলে আবহাওয়া দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন। আবহাওয়া দফতরের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তরাঞ্চলের প্রদেশ হোক্কাইডোতে গড়ে ১শ’ সেন্টিমিটার বরফ জমা হয়েছে। এছাড়াও, হোকিরিকু এলাকায় ৭০ সেমি, তহুকু-তে ৫০ সেমি, চুগাকো অঞ্চলে ৪০ সেমি বরফ রেকর্ড করা হয়েছে। তবে রাজধানী টোকিওতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৬ সেমি বরফ জমা হয়েছিল। সুমুদ্রের নিম্নচাপের কারণে সৃষ্ট এই তুষারপাত আরও ২৪ ঘণ্টা স্থায়ী হবে। তুষারপাতের কারণে জাপানের দ্রæতগামী ট্রেন সিনকানসেন বন্ধ ছিল। ফলে প্রায় চল্লিশ হাজার যাত্রী তাৎক্ষণিকভাবে দুভোর্গে পড়ে। পূর্ব জাপান কর্তৃপক্ষ নাগানো ও ইমানাশি প্রদেশের সব ট্রেন চলাচল স্থগিত করেছে। ফলে সপ্তাহের শুরুতেই ওই অঞ্চলের অফিস ও স্কুল-কলেজ বন্ধ হয়ে গেছে। ঘোর তুষারের কারণে স্থানীয় ও আন্তর্জাতিকসহ প্রায় ১৯৭টি বিমান ফ্লাইট বাতিল করে জামান এয়ারলাইন্স (জাল) ও অল নিপ্পন কোম্পানি। জাপানের স্বাস্থ্যমন্ত্রী লোকজনকে সতর্কভাবে চলাফেরা করার নির্দেশ দিয়েছেন। তুষারাবৃত রাস্তায় গাড়ি বের করতে গিয়ে এরই মধ্যে বেশকিছু মানুষ আহত
হয়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।