Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে যৌতুক মামলায় কারাগারে এসএমপির স্টেনোগ্রাফার মোস্তফা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ৬:৩৩ পিএম

স্ত্রীর যৌতুকের মামলায় মহানগর পুলিশ কমিশনারের স্টেনোগ্রাফার এসএম গোলাম মোস্তফাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক আব্দুল মোমেন। বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল হোসেন। এসএম গোলাম মোস্তফা রাঙামাটির এডিসি হিল এলাকার মৃত শাহ সুফি সিরাজুল হক ফকিরের পূত্র। বর্তমানে শাহপরাণ থানাধীন উপশহরস্থ এফ ব্লকের ৩নং রোডের ৭৭নং বাসায় বসবাস করে আসছেন তিনি।

আদালত সূত্র জানায়, মহানগর পুলিশ কমিশনারের স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত আছেন এসএম গোলাম মোস্তফা। গোলাম মোস্তফার স্ত্রী যৌতুক আইনে সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতে গত ১০ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি মামলা হিসেবে আমলে নিয়ে আসামীর প্রতি সমন জারি করেন। সেই মামলায় আজ দুপুরে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন মোস্তফা। বাদী পক্ষের হয়ে আদালতে শুনানীতে অংশ নেন অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাগার

৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ