Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণখোলায় পাঁচদফা দাবিতে তৃতীয় শ্রেণির কর্মচারীদের মানববন্ধন

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ৪:৫৮ পিএম

উচ্চতর বেতন গ্রেড প্রদান ও পদের নাম পরিবর্তনসহ পাঁচদফা দাবিতে মানববন্ধন করেছেন বাগেরহাটের শরণখোলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন তারা।
কেন্দ্রিয় কর্মসূচী অনুয়ায়ী মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় কর্মচারী পরিষদের ব্যানারে শরণখোলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সংগঠনের শরণখোলা উপজেলা শাখার আহবায়ক সুশান্ত কুমার হাওলাদার ও যুগ্ম-আহবায়ক মো. মনিরুজ্জামান সাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
এব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, তৃতীয় শ্রেণির কর্মচারীদের স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ