Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইন পেশায় ২৫ বছর পূর্তিতে সিলেটে এডভোকেট আব্দুর রহমানকে সংবর্ধনা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ৪:৪৮ পিএম

আইন পেশায় ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তি) উপলক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমানকে জুনিয়র আইনজীবীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার (২৮ ডিসেম্বর) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট জেলা জজ কোর্টের সিনিয়র এডভোকেট এখলাছুর রহমানের সভাপতিত্বে ও এডভোকেট সলমান উদ্দিন ও এডভোকেট জামাল উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম, এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিলেট জর্জ কোর্টের সাবেক এপিপি সিনিয়র এডভোকেট ফখরুল ইসলাম, সিলেট জর্জ কোর্টের এপিপি সিনিয়র এডভোকেট মামুন রশিদ, জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট শংকর লাল দাশ, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট শিব্বির আহমদ বাবলু, এডভোকেট আতিকুর রহমান সাবু, এডভোকেট এমদাদুল হক, এডভোকেট আব্দুল মজিদ খান মানিক, এডভোকেট আব্দুল হাফিজ, এডভোকেট মসরুর চৌধুরী শওকত, এডভোকেট ছাদিকুন নুর চৌধুরী, এডভোকেট সাইদুর রহমান, এডভোকেট ফয়জুল হক রানা, এডভোকেট মো. তানভীর তাহা, এডভোকেট নুরুল আহমদ, এডভোকেট মিনারা বেগম, এডভোকেট সালেহা বেগম, এডভোকেট নুরুল আমিন, আইনজীবী সহকারী ফয়সল আহমদ, শামছুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবর্ধনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ