Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে ছুরিকাঘাতে প্রাণহানি ৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

চীনে প্রকাশ্য রাস্তায় অতর্কিত হামলা চালিয়ে সাতজনকে নির্মমভাবে হত্যা করেছেন এক দুর্বৃত্ত। তাকে বাধা দিতে গিয়ে এক পুলিশ সদস্যসহ আরও ৭ জন আহত হয়েছেন। চীনের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত লিয়নিং প্রদেশের কাইয়ুয়ান শহরে রোববার এ ঘটনা ঘটেছে। ওই আততায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার কাইয়ুয়ান শহরের একটি রাস্তায় আচমকা পথচারীদের ওপর ধারালো ছুরি নিয়ে চড়াও হন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। তারপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন তিনি। এর জেরে অনেক মানুষ গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছটফট করতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ও কর্তব্যরত পুলিশকর্মীরা ওই দুষ্কৃতকারীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাদেরও ধারালো অস্ত্র দিয়ে আহত করেন তিনি। যদিও শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ