Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশাল আগুনের গোলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

উত্তর-পশ্চিম চীনের কিংহাই প্রদেশের নাঙ্গগিয়ানের য়ুশু সিটিতে এক বিস্ময়জনক প্রাকৃতিক ঘটনা দেখা গেছে যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গেছে, সকাল ৭টায় ওই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল। দেখা যাচ্ছে, তখনও অন্ধকার ভাল করে কাটেনি। আচমকাই এক পার্কিং লট প্রায় রোদের মতো চড়া আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। কিন্তু সেই আলো চলমান, দেখতে দেখতে এলাকার এক অংশ থেকে অন্যত্র সরে গেল তা! তার পরে ভিডিওটিতে দেখা যাচ্ছে অন্ধকার আকাশ। স্পষ্ট নজরে এসেছে- বিশালাকৃতি এক আগুনের গোলা আকাশের এক প্রান্ত থেকে নেমে আসছে পৃথিবীর বুকে!
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলতি বছরের ২৩ ডিসেম্বরের ঘটনাটি যথেষ্টই আতঙ্কের সঞ্চার করেছিল মানুষের মনে, চারপাশে শোনা যায় আর্তরবও। এ প্রসঙ্গে স্থানীয় জ্যোতির্বিদরা জিনিসটাকে বোলাইড বা অতিরিক্ত রকমের উজ্জ্বল উল্কা বলে বর্ণনা করেছেন। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছুই জানা যায়নি সংশ্লিষ্ট সরকারের তরফে। শুধু জানা গেছে, এ উল্কাপাতে কোনও দুর্ঘটনা ঘটেনি। অবশ্য এ প্রসঙ্গে মার্কিন মুলুকের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ওরফে নাসা-র কথাও না বললে নয়। সংস্থা জানিয়েছে, চলতি বছরের ১৯ ডিসেম্বরের নিরিখে পৃথিবীর বুকে ৫০ হাজারেরও বেশি উল্কা খসে পড়া আবিষ্কৃত হয়েছে!
অন্যদিকে ওই এক তারিখে, অর্থাৎ চলতি বছরের ২৩ ডিসেম্বরেই আলাবামার আকাশেও দেখা গেছে এমন এক বিশালাকৃতি আগুনের গোলা! ভিডিও না হলেও ঘটনাটি স্থিরচিত্র হিসেবে ক্যামেরাবন্দী করেছেন ওই দেশের জনৈক নাগরিক। তারপর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবিটা আপলোড করে ঘটনা সম্পর্কে বিশদে জানতে চেয়েছেন তিনি। কিন্তু তার প্রশ্নের জবাবও এখনও পর্যন্ত কোনও সরকারি সংস্থার তরফে মেলেনি! সূত্র : নিউজ১৮।



 

Show all comments
  • Jabed Hossain ২৭ ডিসেম্বর, ২০২০, ২:৫৭ এএম says : 1
    আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো
    Total Reply(0) Reply
  • Abdur Rahman ২৭ ডিসেম্বর, ২০২০, ৪:১৮ এএম says : 0
    ভিডিও'র লিংকটি নিউজে নিছে দেয়া যায় কি?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ