Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রেসিডেন্টের হস্তক্ষেপ কামনায় স্মারকলিপি

কৃষক আন্দোলনে বিরোধী দল ইন্ধন জোগাচ্ছে : মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

বিগত প্রায় এক মাস ধরে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন ভারতের কৃষকরা। এরপরও সরকারের পক্ষ থেকে আইন বাতিলের কোনও সিদ্ধান্ত আসেনি। কৃষক বিক্ষোভে সমর্থন দিচ্ছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসসহ বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল। বৃহস্পতিবার প্রায় দুই কোটি মানুষের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রেসিডেন্টের হাতে তুলে দিয়েছে কংগ্রেস। এতে বিতর্কিত কৃষি আইন বাতিলে প্রেসিডেন্টের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। শুক্রবার আন্দোলনরত কৃষক নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষকদের কাছে মিথ্যা খবর এবং গুজব রটানোর জন্য বিরোধীদের দায়ী করে তিনি আবার নতুন কৃষি আইনের সাফাই গেয়েছেন। তার মতে, নতুন কৃষি আইন কৃষকবিরোধী নয়, বরং কৃষকদের জন্য লাভজনক হবে বলেই জানান তিনি। তিনি ফের নতুন আইনের ভাল দিকগুলো উল্লেখ করেন এবং কৃষকদের বিক্ষোভের পেছনে বিরোধীদলের উস্কানি রয়েছে বলে মন্তব্য করেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতে এই নতুন কৃষি আইন প্রণীত হয়। এই আইনে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ফসল ক্রয় বন্ধ করে বেসরকারি খাতে ছেড়ে দেয়া হয়। কৃষকরা নতুন এই আইনের বিরুদ্ধে প্রথমে অসন্তোষ্টি প্রকাশ এবং পরে বিক্ষোভ শুরু করে। এ দিন মোদি সাত প্রদেশের সাতজন কৃষক নেতার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন। তিনি কার ‘পিএম কিষাণ’ নামের প্রকল্পের মধ্য দিয়ে কৃষকরা কীভাবে উপকৃত হয়েছেন, তা উল্লেখ করে বর্তমান আইনের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে নেয়া ওই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক প্রণোদনা দেয়া হয়েছিল, যার মাধ্যমে তারা আর্থিক সহায়তা পেয়েছিলেন। আল-জাজিরা, এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদি

২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ