মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কিছুটা বরফ গলেছে। চীন ও ভারত অবশেষে নিজেদের মধ্যে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ।
খবরে বলা হয়েছে, বহু মাস ধরেই পূর্ব লাদাখ গরম হয়ে আছে। দু’দেশই ক্রমশ সেনা মোতায়েন করে নিজেদের পেশিশক্তির প্রদর্শন করেছে। আলোচনায় থেকেছে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি। তবে নতুন বছরের আগেই দু’দেশের সেই যুদ্ধংদেহি মনোভাবে পরিবর্তন এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, দু’পক্ষই আলোচনার মাধ্যমে তাদের বোঝাপড়ার উন্নতি ঘটাবে। যদিও পরবর্তী সে কর্মসূচি এখনও ঠিক হয়নি। শেষ বার দু’দেশ পরস্পরের সঙ্গে আলোচনায় বসেছিল নভেম্বর মাসে।
প্রায় আট মাস ধরে দু’দেশের মধ্যে শীতল পরিস্থিতি বিরাজ করছে। এবার হয়তো সেই পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। সূত্র : জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।