Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্যাবোটাজ করে কাতারের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিলো আমিরাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ৭:৩৮ পিএম

জিসিসি সংকট সৃষ্টির সময় স্যাবোটাজ করে আমিরাত কাতারের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিলো।তিন বছরের বেশি সময় ধরে অবরোধের ফলে কাতারের অর্থনীতি এখন আরও বেশি আত্মনির্ভরশীল ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠেছে। যা করোনা মহামারির এই বৈশ্বিক সংকটে দেশটিকে টিকে থাকতে সাহায্য করেছে। গত সপ্তাহে প্রকাশিত এক রিপোর্টে ব্লুমবার্গ নিউজ লুক্সেমবার্গের হাভিয়াল্যান্ড ব্যাংকের বিরুদ্ধে, ২০১৭ সালে এক হাই প্রোফাইল ক্লায়েন্টের অনুরোধে কাতারের অর্থনীতিকে অস্থিতিশীল করার অভিযোগ আনে। -আল জাজিরা

তাদের এই ক্লায়েন্ট হলেন আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সরকারপ্রধান মোহাম্মদ বিন যায়েদ। ২০১৭ সালের জুন মাসে সংযুক্ত আরব আমিরাত, সউদি আরব, বাহরাইন ও মিশর-কাতারের সাথে কুটনৈতিক, বাণিজ্যিক ও সব ধরণের যাতায়াত নিষিদ্ধ ঘোষণা করে। ফলে কাতারের মুদ্রা ও অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। অপরদিক থেকে ব্যাংক কাতারের ওপর নিষিদ্ধকারী দেশসমূহের দাবী মানতে চাপ দিতে থাকে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুর রাহমান আল থানি বলেন, রাজনৈতিকভাবে গালফ ক্রাইসিস মোকাবেলায় আর কোনো বাধা নেই। আশা করছি আর কিছুদিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ