মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, অঞ্চলটির স্থানীয় নির্বাচন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মুখোশ উন্মোচন করে দিয়েছে। আর প্রমাণ করে দিয়েছে মানুষ সংবিধানের ৩৭০ ধারা বা কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের কথা ভুলে যায়নি। ওই নির্বাচনে পিপলস অ্যালায়েন্স বিপুল জয় পেয়েছে। এই জোটে রয়েছেন মুফতির পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) এবং ফারুক আব্দুল্লাহর ন্যাশনাল কংগ্রেস। স¤প্রচারমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেহবুবা মুফতি জানান স্বায়ত্তশাসন বাতিলের আগ পর্যন্ত তিনি নিজে কোনও নির্বাচনে লড়বেন না। ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের পর এবারই প্রথমবারের মতো অঞ্চলটিতে কোনও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত আট ধাপে জম্মু ও কাশ্মিরের ২৮০টি ডিডিসি আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ম‚লত শান্তিপ‚র্ণ এই নির্বাচনে ৫৭ লাখ যোগ্য ভোটারের ৫১ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ২০টি জেলার এসব নির্বাচনে ১৩টিতে জয় পেয়েছে পিপলস অ্যালায়েন্স। অন্যদিকে ছয়টি জেলায় জয় পেয়েছে বিজেপি। মেহবুবা মুফতি বলেছেন, নির্বাচনে যদি লেবেল প্লেয়িং ফিল্ড রাখা হতো তাহলে বিজেপি’র অবস্থা আরও শোচনীয় হতো। তিনি বলেন, ‘মানুষ ব্যাপক হারে জোটের পক্ষে ভোট দিয়েছে। দিল্লির জন্য বোঝা স্পষ্ট যে মানুষ ভুলে যায়নি, ৩৭০ ধারা আমাদের হৃদয় ও মননে এখনও রয়েছে আর আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।’ সাউথ এশিয়া মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।