Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব

বিবৃতিতে পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ও মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীসহ বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।

এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের নিম্ন আয় ও ফুটপাতের মানুষসহ উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ শীতে দিশেহারা। বিশেষ করে গরীব ও অসহায় মানুষ শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। বনী আদম আশরাফুল মাখলুকাত আজ প্রচন্ড শীতের মধ্যেও খোলা আকাশের নিচে বসবাস করছে। এমতাবস্থায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

নেতৃদ্বয় আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও অসহায় মানুষের পাশে সাধ্যানুযায়ী দাঁড়ানোর চেষ্টা করে আসছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। অথচ ইসলামের প্রথম যুগে অর্থাৎ হযরত ওমর (রা.) বলেছিলেন “আমি রাষ্ট্রীয় দায়িত্বে থাকা অবস্থায় যদি একটি বনের কুকুরও না খেয়ে মারা যায় তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।” এমন কথার প্রেক্ষিতে আমরা কি মনে করতে পারি যে, ইসলামের দায়িত্বশীলগণ দেশের জন্য, দেশের মানুষ তো বটেই পশু-পাখির সেবায় ও তারা সর্বদা ব্যস্ত থাকতেন। এখনও যদি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকতো তাহলে আশরাফুল মাখলুকাত এভাবে খোলা আকাশের নিচে প্রচন্ড ঠান্ডা, বৃষ্টি ঝড়-তুফানে এভাবে থাকতো না। তারা মানবতার সার্বিক মুক্তির জন্য ইসলামের বিকল্প নেই বলে ইসলামের সুশীতল ছায়াতলে সকলকে ফিরে আসার আহবান জানান।

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর :
ইসলামী আ‡›দালন বাংলা‡দশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও †স‡ক্রটারী মাওলানা এবিএম জাকারিয়া বলেন, বিভিনœ সীমা‡šÍ বাংলা‡দশী নাগরকি হত্যা ব‡ন্ধ সরকার‡ক কার্যকরি ব্যব¯’া গ্রহণ কর‡ত হ‡ব। †নত…দ্বয় ব‡লন, বাংলা‡দ‡শর সীমা‡šÍ ভারতীয় সীমাšÍরক্ষী বাহিনীর হা‡ত বাংলা‡দ‡শর নাগরিক‡দর †য নির্বিচা‡র হত্যা করা হ‡”ছ তার প্রতিবা‡দর ভাষা †নই। সীমাšÍ হত্যাকা‡ন্ডর অবসান হওয়া উচিত। অবিল‡ম্ব সীমাšÍ হত্যা বন্ধ কর‡ত সরকার কার্যকরি ব্যব¯’া গ্রহণ কর‡ত হ‡ব, এটাই †দশ‡প্রমিক নাগরিক‡দর দাবি।



 

Show all comments
  • মনজুর এলাহী শওকত ২৪ ডিসেম্বর, ২০২০, ৩:৪৭ পিএম says : 0
    আলহামদু লিল্লাহ আল্লাহ্ কবুল করুন
    Total Reply(0) Reply
  • মনজুর এলাহী শওকত ২৪ ডিসেম্বর, ২০২০, ৩:৪৮ পিএম says : 0
    আলহামদু লিল্লাহ আল্লাহ্ কবুল করুন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর সাহেব চরমোনাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ