Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলিতে ১৭ পুলিশ সদস্য হতাহত

যুক্তরাজ্যের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে ফ্রান্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ফ্রান্সে ১৭ পুলিশ সদস্য হতাহত হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে তিন পুলিশের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন। ফ্রান্সের কেন্দ্রীয় পুই ডে ডোম এলাকায় বুধবার ওই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করা হয়েছিল। তারা ঘটনাস্থলে পৌঁছে এক নারীকে উদ্ধারের চেষ্টা করছিলেন। সে সময় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় মধ্যরাতে পুলিশের কাছে ফোন কল আসার পর পরই তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপরেই তারা বন্দুক হামলার শিকার হন। ফেরান্ড প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, প্রথমে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করা হলে তার মৃত্যু হয় এবং আরও একজন আহত হয়। নিকটস্থ ফরাসী শহর সেন্ট-জাস্টের মেয়র জানিয়েছেন, ঘটনার পর বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। মেয়র ফ্রাঙ্কোইস চ্যাটার্ড বলেন, লিয়ন শহর থেকে প্রায় ১৮০ কিলোমিটার পশ্চিমের ওই গ্রামটিতে পারিবারিক সহিংসতার খবর দিয়ে পুলিশকে ডেকে নেওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ৪৮ বছরের এক ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে এবং পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে বাড়ির ছাদে আশ্রয় নেওয়া সহিংসতার শিকার ওই নারীকে নিরাপদে উদ্ধারে সমর্থ হয় পুলিশ সদস্যরা। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রামটিতে এখনও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপর এক খবরে বলা হয়, অবশেষে যুক্তরাজ্যের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে ফ্রান্স। যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এটি বন্ধ করে দিয়েছিল ফরাসি কর্তৃপক্ষ। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস অধিক ছোঁয়াচে হলেও এটি খুব বেশি মারাত্মক নয়, এমনটা জানার পরই সিদ্ধান্ত বদল করে প্যারিস। ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর খুলে দেওয়া হয় সীমান্ত। বর্ডার খুললেও যুক্তরাজ্য থেকে যারা ফ্রান্সে ঢুকবেন, তাদের কাছে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। সেই সার্টিফিকেট ৭২ ঘণ্টা বা তিন দিনের বেশি পুরনো হওয়া চলবে না। এই সার্টিফিকেট থাকলে তবেই ফ্রান্সে ঢোকা যাবে। নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ইউরোপের অনেক দেশই যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয়। যাতায়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সবকটি দেশকেই এই বাড়তি বিধিনিষেধ তুলে নেওয়ার আহŸান জানানো হয়েছে। তবে সীমান্ত খুলে দেওয়া কিংবা বন্ধের বিষয়টি প্রত্যেক দেশের নিজস্ব বিষয়। তাই এখন ইউরোপের দেশগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, তারা সীমান্ত খুলবে কিনা এবং যুক্তরাজ্য থেকে লোকজনকে তাদের দেশে ঢুকতে দেবে কিনা। ফ্রান্সের প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ঢোকা যাবে। তবে এই পরীক্ষা যেন সর্বশেষ প্রযুক্তি দিয়ে হয়, যাতে নতুন ধরনের ভাইরাসকে ধরা যায়। ফ্রান্স সীমান্ত বন্ধ করে দেওয়ায় জিনিসভর্তি প্রচুর ট্রাক বর্ডারে আটকে যায়। যুক্তরাজ্যের কাছে সেটা মাথাব্যথার কারণ। রয়টার্স, ডিডবিøউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ